Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

ক) গ্রাম ভিত্তিক একক সমবায় সংগঠন তৈরী।

খ) গ্রামের নারী-পুরুষ ও ধনী-গরীব নির্বিশেষে সকল জনগোষ্ঠীকে সংগঠনভুক্ত করা।

গ) স্থানীয় সম্পদ চিহ্নত করে তার পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা।

ঘ) গ্রাম সম্পদ বই প্রণয়ন ও তার ব্যবহার করা।

ঙ) নিয়মিত প্রশিক্ষন প্রদানের মাধ্যমে সদস্যদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা তথা প্রযুক্তি হস্তান্তব।

চ) উপজেলা পর্যায়ের জাতিগঠনমুলক বিভাগ সমূহের সাথে সমবায় সমিতির কর্ম- সম্পর্ক প্রতিষ্ঠা করা।

ছ) সদস্যদের সংগৃহীত পুজির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

ঝ) সমিতির নিজস্ব মুলধন থেকে ঋণ বিতরণের মাধ্যমে সদস্যদের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।